Pages

BDeshiMahathir's Blog Headline Animator

Thursday, October 17, 2013

হাসিনার ভাষন- তত্বাবধায়ক আসলে হেন করেঙ্গা তেন করেঙ্গা ল্যাং মেরে খালেদার ছেলেদের ঠ্যাং ভাঙ্গেং গা আর আমাদের ...

 অন লাইন মিডিয়ার বদৌলতে আমরা  প্রায় সবাই জানি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীর উদ্দেশ্যে ভাষন দিবেন।



 উনার ভাষনে যদি আসন্ন নির্বাচন নিয়ে সমস্যার সমাধান হয় ত খুবই খুশি হতাম। কিন্তু ক্লাস সেভেন


থেকে  রাজনীতি নিয়ে মাথা ঘামানু এই আমি হাসিনা কে যত টুকু জানি, তাতে আশাবাদী হতে পারছি না।




উনি বলার চেষ্টা করবেন, গত  ৫ বছরে ৫৬ হাজার বর্গ মাইলে পঞ্চান্ন হাজার নির্বাচন হয়েছে উনার সরকারের অধীনে। কেউ কারচুপির অভিযোগ করতে পারে নাই।

আর

 তত্বাবধায়ক আসলে  হেন করেঙ্গা তেন করেঙ্গা ল্যাং মেরে খালেদার ছেলেদের  ঠ্যাং ভাঙ্গেং গা আর
আমাদের জেলে ভরেঙ্গা।

 তাই সুশীলদের হাতে রেফারীর দায়িত্ব দেওয়া যাবে না          ইত্যাদি          ইত্যাদি ।


তাই খুব আশাবাদী হওয়ার কিছু দেখছি না।


তাই  ভাষনের দিকে নজর না রেখে ১৮ দলীয়  জোটের নেতাকর্মীদের যা করার তাই করতে হবে।

1 comment:

Simple Bangladeshi said...

প্রথম আলোর রিপোর্ট পড়ে মনে হচ্ছে হাসিনা মুলত ক্যাম্পেইন করার জন্য ভাষন দিবেন, সঙ এর বিধানের দোহাই দেখাবেন।