Pages

BDeshiMahathir's Blog Headline Animator

Showing posts with label ভোট. Show all posts
Showing posts with label ভোট. Show all posts

Friday, October 25, 2013

হাসিনা আপা দেশের জন্য রক্ত দেওয়ার চিন্তা বাদ দিয়ে ক্ষমতা ছেড়ে নির্বাচন দেন।

মাননীয়  আজকে থেকে অবৈধ প্রধান মন্ত্রী,


 আপনি কথায় কথায় দেশের জন্য জীবন দিতে চান, বাবার মত রক্ত দিতে চান। সেই দিন নাকি মন্ত্রী  সভাতেও এমন বলেছেন।

 এই খানে একটা ভুল আছে, আপনার বাবা রক্ত দেন নি। উনার রক্ত নেওয়া হয়েছিল।      

 উনি ক্ষমতা আকড়ে থাকতে চাওয়ায় কিছু লোক উনার রক্ত  নিয়েছিল। উনার রক্ত নিতে গিয়ে আরো অনেকের রক্ত নিয়েছিল। কাজটা কারোর জন্য ভএল হয় নাই, না আপনার বাবার জন্য , না দেশের জন্য , না আওয়ামীলিগের জন্য , না যারা রক্ত নিয়েছিল তাদের জন্য।


 কিন্তু তখনকার  প্রেক্ষাপটে  কাজটাকে মেনে নিয়েছিল। কারণ , আপনার বাবার শাসন থেকে মুক্তি পাওয়ার  অন্য কোন উপায় কেউ দেখছিল না।

 এখন আপনিও যদি গায়ের জোরে ক্ষমতা আকড়ে থাকতে চান, দুই এক জন ক্ষুব্ধ লোক আপনার রক নেওয়ার চেষ্টা করতে পারে , হতে পারে তারা সিভিলিয়ান বা আর্মির লোক।

 তাই পরামর্শ হচ্ছে, ক্ষমতা ছেড়ে দেন। আপনি হারাবেন না, আপনার দল  ও দেশ থেকে হারিয়ে যাবে না।


 যেমন আপনার বাবা যদি বাকশাল না করে ক্ষমতা ছেড়ে দিতেন নির্বাচনের মাধ্যমে ,তাহলে  যেমন উনি হারাতেন না আর বাংলাদেশ আর উনার দল যে হারিয়ে যায় নি তা ত খালি চখেই দেখা যাচ্ছে।

 তাই আপনি নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিলে আপনার দল হারিয়ে যাবে না, বাংলাদেশ পৃথিবীর মানচিত্র  নৈ হয়ে যাবে না।  কিন্তু না ছাড়লে  আপনার ও আপনার  দলের এবং বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাতে পারে।

 তাই দেশের জন্য  রক্ত দেওয়ার চিন্তা বাদ দিয়ে ক্ষমতা ছেড়ে  নির্বাচন দেন। দোহাই আপনার দেশের জন্য রক্ত দেওয়ার গো ধইরেন না।

এতে দেশের কারোর কোন লাভ হবে না, রাজণৈতিক তিক্ততা আরো বাড়বে।


Saturday, October 19, 2013

বাংলাদেশের জনগণকে আওয়ালিগকে তালাক দিতে হবে যে যে কারণে


মা মাত্রই সন্তানের শুভাকাংখী । কিন্ত মা মাত্রই কি সন্তানের জন্য নিরাপদ ?  বিষয় টা  নির্ভর কারে মায়ের মেজাজ মর্জি, মানসিক স্বাস্থ্য , অন্যের সাথে তার সম্পর্ক, পরিবারের শত্র- মিত্র চেনার ক্ষমতা ইত্যাদি নানা বিষয়ের উপর ।\

 মা যদি বদ রাগী হয়, তবে সে  সন্তানের সামান্য ভুল বা অপরাধে কঠিন শাস্তি দিয়ে সন্তানের শারিরীক মানসিক ক্ষতি করে পারে । মা নিজে যদি মানসিক ভাবে সুস্থ্য না হয় তবে সে সন্তানকে অবহেলা করতে পারে,   বিপদজনকভাবে সন্তানকে লালন পালন করতে পারে । ফলে দুর্ঘটনা থেকে সন্তানের ক্ষতি হতে পারে । এরকম অবস্থায় পাশ্চ্যাতের অনেক দেশেই সন্তানকে মায়ের কাছে থেকে কেড়ে নিয়ে সরকারী তত্বাবধানে রাখা হয় ।

আর মা যদি পরকীয়া প্রেমে জড়িয়ে পরে , সে মা তো সন্তানের জীবনের জন্যও হুমকি হয়ে দাঁড়ায়, যার উদাহরন নিকট অতীতে আমরা বাংলাদেশেই দেখেছি ।


মা যেমন সন্তানের ক্ষতি না চেয়েও সন্তানের ক্ষতি কারণ হতে পারে  নিজের জ্ঞানের অভাব, মানসিক স্যবাস্থ সমস্যার কারনে, শত্রু মিত্র চেনার বুদ্ধি বৃত্তিক ঘাটতির কারণে, তেমনি  দেশের স্বাধীনতার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার পর ও আওয়ামীলিগ

Monday, October 14, 2013

চিন্তার দৈন্য আর আওয়ামীলিগের অস্তিত্বের সংকট।

মতিয়া চৌধুরী কহিয়াছে,


কোন দল নির্বাচনে এল না এল সেটা বড কথা নয়, নির্বাচনে জনগনের অংশ গ্রহনই বড় কথা।  


 কিন্তু আওয়ামীলিগ কে গিলে খাওয়া এই বাম নেত্রী বুঝতে পারছেন না, বড় কোন দল অংশ গ্রহন না করলে  জনগণ ও অংশ গ্রহন করবে না।

 চিন্তা চেতনায়  বাংলাদেশ সবচেয়ে দ্ররিদ  এই দলটি মনে করছে , ভোট কেন্দ্রে ৫১ ভোটার হাজির করতে পারলেই নির্বাচন গ্রহনযোগ্য হবে।

তা যদি হয়ও, এরা কি তা হাজির করতে পারবে?

 তারা ত মনে করছে, পারবে। সিটি কর্পোরেশনের নির্বাচনে তাদের প্রার্থীরা ৪০% ভোট পেয়েছে।  তারা  ধরেই নিচ্ছে, এই ৪০% ভোটার সবাই  নিজে থেকেই ভোট কেন্দ্রে যাবে। আর  ফুসলাইয়ে ফাসলাইয়ে কোন মতে আরো ১১% লোক কে  কেন্দ্রে নিতে পারলেই কেল্লা ফতে।

 কিন্তু এই অতি বুদ্ধিমানরা  যে তিন টি  পয়েন্ট মাথায় রাখিতেছে না, তাহা হচ্ছে-



  • যে খেলার ফলাফল আগে থেকেই জানা সে খেলায় পাব্লিকের আগ্রহ থাকে না

  •  খেলা প্রতিদন্দিতাপুর্ন হবে না আগে থেকে জানা থাকলেও পাবলিক তেমন আকৃষ্ট হয় না

  •  আর যেখানে দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা আগে থেকেই আচ করা যায়, সেখানেও পাবলিক যায় না।


সুতরাং সরকার সমর্থক সব লোক জন যে ভোট কেন্দ্রে যাবে না ভোট দিতে, বিশেষ করে  মহিলা আর

যাদের কর্মস্থল ভোট কেন্দ্র থেকে দূরে ,তারা যে ভাবে না , তাদের বড় একটা অংশ যে ভোট কেন্দ্রে যাবে

না, তা নিশ্চিত ভাবেই বলা যায়।

 ফলে  নুন্যতম ৫১% ভোটার উপস্থিত করার  খায়েশ পুরণ হবার নয়।


 কিন্তু ক্ষমতার মোহে অন্ধরা