Pages

BDeshiMahathir's Blog Headline Animator

Saturday, October 26, 2013

যে যে কারণে রাজাকাররা ঘৃন্য, সেই সেই কারনে আওয়ামিলিগ বেশী বেশী ঘৃন্য

যে যে কারণে রাজাকাররা ঘৃন্য, সেই সেই কারনে আওয়ামিলিগ বেশী বেশী ঘৃন্য

 
একাত্তুরের রাজাকার রা  মুলত তিনটি কারণে ঘৃন্য

১। নারী নির্যাতন , ২। খুন  আর ৩। দেশের স্বার্থ বিরোধী কার্যকলাপ

 এখন দেখা যাক , এই তিন ক্ষেত্রে আওয়ামিলিগের কি অবস্থান

১। একাত্তুরে কোন রাজকার ধর্ষণে সেঞ্চুরী না করলেও  স্বাধীন দেশে কিন্তু আওয়ামিলিগের সোনার ছেলে সেঞ্চুরি করেছে । সেই সোনার ছেলে জসীম উদ্দিন মানিক কে  ততকালীন আওয়ামিলিগ জামাই আদরে  দেশের বাইরে পাঠিয়েছে। এবার ক্ষমতায় এসে দেশে এনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরী দিয়েছে।  এসব কারনে এটা কে আর ব্যাক্তিগত অপরাধ হিসেবে দেখার সুযোগ নাই ।

 এই দলের লোকজনই কিন্তু থার্টি ফাস্ট নাইটে বাধনের বস্ত্র হরন করছিল.........।।  আনন্দ মোহন কলেজে তিন তিন জন এমপির সামনে হাজার হাজার নারীর উপর কিন্তু এই দলের হায়েনারাই ঝাপিয়ে পড়ে ছিল

 একাত্তুরে রাজকাররা কিন্তু নিজ দলের মেয়দের ধর্ষনে করে নাই  বা  কারো হাতে তোলে দেয় নাই। কিন্তু বর্বর আওয়ামিলিগ মন্ত্রি এমপিরা কিন্তু ইডেন বদ্রুন্নেছা থেকে নিজ দলের কর্মী ছাত্রীদের উইক এণ্ডে উপঢৌকন নিয়ে ধর্ষন করছে। আওয়ামীলিগারদের নারী নির্যাতনের উদাহরণ আরো অনেক দেওয়া যাবে । এত উদাহরণ না দিয়ে শেষে একটা প্রশ্ন
আপানার  চার পাশে চোখ রাখলে  কি দেখতে পান?  আপনার এলাকায় নারী নির্যাতন, ঈভ টিজিং এ চ্যাম্পিয়ান কি  ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামিলিগের লোকজন ছাড়া অন্য কোন দলের ?

২। খুন করা- ৭২-৭৫, ৯৬-২০০১ আর ২০০৮-২০১১ র দিকে তাকিয়ে দেখেন ত মানূষ খুনের ঘটনায়, খুনের দায়ে ফাসির আদেশ প্রাপ্ত আসামী মাফ করে দেওয়ার(২০১১ তে ২২ জন) ক্ষেত্রে বাংলাদেশে চ্যাম্পিয়ান কোন দল? অন্য কোন দল কি ধারে কাছে আসবে আওয়ামিলিগের? নিজে দলের নেতা কর্মিদেরকেও এরা যে রকম বর্বরভাবে মারপিট(বিল্ডিং থেকে ফেলে দেয়, দা দিয়ে কুপায় ) আর  খুন করে তা কি অন্য কোন দলে দেখায় যায়?

৩।  আমাদের  নদীর গতি পথ বন্ধ করে (তিতাস), কৃষি আর পরিবেশের ক্ষতি করে এরা যে ভাবে দাদাদের বিদ্যুত কেন্দ্রে জন্য রাস্তা করে দিয়েছে , এরকম দেশ বিরোধী কাজ কি আর  কোন দলের সরকার করেছে । আওয়ামিলিগের মন্ত্রি এমপিদের কথা শোনলে যেমন আমাদের মাঝে মাঝে খটকা লাগে যে এরা কি বাংলাদেশের মন্ত্রি না ইণ্ডীয়ার মন্ত্রি , এরকমটা কি অণ্য কোন দলের ক্ষেত্রে হয়। এমন কি গত বিএনপি সরকারে যে দুই জন রাজাকারমন্ত্রি ছিল তাদের কথায় কি কখনো মনে হয়েছে , এরা পাকিস্থান বা অন্য কোন দেশের মন্ত্রি?

 তাই সব শেষে আপনার কাছে প্রশ্ন, যে যে কারণে রাজকারদের ঘৃনা করেন, সেই একই কারনে আওয়ামিলিগ কে ঘৃনা না করা  কি ডাবল স্ট্যান্ডার্ড না?

No comments: