মাননীয় আজকে থেকে অবৈধ প্রধান মন্ত্রী,
আপনি কথায় কথায় দেশের জন্য জীবন দিতে চান, বাবার মত রক্ত দিতে চান। সেই দিন নাকি মন্ত্রী সভাতেও এমন বলেছেন।
এই খানে একটা ভুল আছে, আপনার বাবা রক্ত দেন নি। উনার রক্ত নেওয়া হয়েছিল।
উনি ক্ষমতা আকড়ে থাকতে চাওয়ায় কিছু লোক উনার রক্ত নিয়েছিল। উনার রক্ত নিতে গিয়ে আরো অনেকের রক্ত নিয়েছিল। কাজটা কারোর জন্য ভএল হয় নাই, না আপনার বাবার জন্য , না দেশের জন্য , না আওয়ামীলিগের জন্য , না যারা রক্ত নিয়েছিল তাদের জন্য।
কিন্তু তখনকার প্রেক্ষাপটে কাজটাকে মেনে নিয়েছিল। কারণ , আপনার বাবার শাসন থেকে মুক্তি পাওয়ার অন্য কোন উপায় কেউ দেখছিল না।
এখন আপনিও যদি গায়ের জোরে ক্ষমতা আকড়ে থাকতে চান, দুই এক জন ক্ষুব্ধ লোক আপনার রক নেওয়ার চেষ্টা করতে পারে , হতে পারে তারা সিভিলিয়ান বা আর্মির লোক।
তাই পরামর্শ হচ্ছে, ক্ষমতা ছেড়ে দেন। আপনি হারাবেন না, আপনার দল ও দেশ থেকে হারিয়ে যাবে না।
যেমন আপনার বাবা যদি বাকশাল না করে ক্ষমতা ছেড়ে দিতেন নির্বাচনের মাধ্যমে ,তাহলে যেমন উনি হারাতেন না আর বাংলাদেশ আর উনার দল যে হারিয়ে যায় নি তা ত খালি চখেই দেখা যাচ্ছে।
তাই আপনি নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিলে আপনার দল হারিয়ে যাবে না, বাংলাদেশ পৃথিবীর মানচিত্র নৈ হয়ে যাবে না। কিন্তু না ছাড়লে আপনার ও আপনার দলের এবং বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাতে পারে।
তাই দেশের জন্য রক্ত দেওয়ার চিন্তা বাদ দিয়ে ক্ষমতা ছেড়ে নির্বাচন দেন। দোহাই আপনার দেশের জন্য রক্ত দেওয়ার গো ধইরেন না।
এতে দেশের কারোর কোন লাভ হবে না, রাজণৈতিক তিক্ততা আরো বাড়বে।
আপনি কথায় কথায় দেশের জন্য জীবন দিতে চান, বাবার মত রক্ত দিতে চান। সেই দিন নাকি মন্ত্রী সভাতেও এমন বলেছেন।
এই খানে একটা ভুল আছে, আপনার বাবা রক্ত দেন নি। উনার রক্ত নেওয়া হয়েছিল।
উনি ক্ষমতা আকড়ে থাকতে চাওয়ায় কিছু লোক উনার রক্ত নিয়েছিল। উনার রক্ত নিতে গিয়ে আরো অনেকের রক্ত নিয়েছিল। কাজটা কারোর জন্য ভএল হয় নাই, না আপনার বাবার জন্য , না দেশের জন্য , না আওয়ামীলিগের জন্য , না যারা রক্ত নিয়েছিল তাদের জন্য।
কিন্তু তখনকার প্রেক্ষাপটে কাজটাকে মেনে নিয়েছিল। কারণ , আপনার বাবার শাসন থেকে মুক্তি পাওয়ার অন্য কোন উপায় কেউ দেখছিল না।
এখন আপনিও যদি গায়ের জোরে ক্ষমতা আকড়ে থাকতে চান, দুই এক জন ক্ষুব্ধ লোক আপনার রক নেওয়ার চেষ্টা করতে পারে , হতে পারে তারা সিভিলিয়ান বা আর্মির লোক।
তাই পরামর্শ হচ্ছে, ক্ষমতা ছেড়ে দেন। আপনি হারাবেন না, আপনার দল ও দেশ থেকে হারিয়ে যাবে না।
যেমন আপনার বাবা যদি বাকশাল না করে ক্ষমতা ছেড়ে দিতেন নির্বাচনের মাধ্যমে ,তাহলে যেমন উনি হারাতেন না আর বাংলাদেশ আর উনার দল যে হারিয়ে যায় নি তা ত খালি চখেই দেখা যাচ্ছে।
তাই আপনি নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিলে আপনার দল হারিয়ে যাবে না, বাংলাদেশ পৃথিবীর মানচিত্র নৈ হয়ে যাবে না। কিন্তু না ছাড়লে আপনার ও আপনার দলের এবং বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাতে পারে।
তাই দেশের জন্য রক্ত দেওয়ার চিন্তা বাদ দিয়ে ক্ষমতা ছেড়ে নির্বাচন দেন। দোহাই আপনার দেশের জন্য রক্ত দেওয়ার গো ধইরেন না।
এতে দেশের কারোর কোন লাভ হবে না, রাজণৈতিক তিক্ততা আরো বাড়বে।
No comments:
Post a Comment