Pages

BDeshiMahathir's Blog Headline Animator

Tuesday, October 8, 2013

সবচেয়ে খারাপ ভিসি কে বাংলাদেশের ইতিহাসে এবং কেন?



কে আবার?

আনোয়ার হোসেন, কর্নেল তাহেরের ভাই।

কারন,

এই একমাত্র ভিসি যে ছাত্রদের লাঠি হাতে নিতে বলছে

২ একমাত্র ভিসি যে সব জায়গায় শিবিরের ভুত দেখে

৩  সে আওয়ামীলিগারদের চেয়ে বড় আওয়ামীলিগার

অন্য কোন ভিসি  আদালতে না গেলেও সে রায় হলেই আদালতে দৌড়াইত, শেষে বিচি সম্বোধন পেয়ে থেমেছে।

এই ভিসি পদ ত্যাগের নাটক করে, ছাত্রলিগের ক্যাডার দের অনুরোধে আবার পদ ধরে রাখে

এই ভিসির বিরোদ্ধে সীমাহীন দুর্নিতির অভিযোগ এসেছে চার চার জন ডিনের কাছ থেকে

এই ভিসির সাথে বহিস্কৃত, নারী নির্যাতনকারী ছাত্রলিগ ক্যাডার রা প্রশ্রয় পায়

৮। ৪০০ শিক্ষককের  আহবান সত্বেও পদ ত্যাগ করছে না এই বেহায়া, বেলাজ 

এখন আবার

৯  নিজ হাতে শিক্ষক লাঞ্চনার অভিযোগ ঊঠেছে তার বিরুদ্ধে

আর ছাত্রলিগের ববর্বরগুলি শিক্ষকদের গায়ে হাত তুল্লে ,তিনি দায় সেরেছেন তিনি ছাত্রলিগ কে ডাকেন নি বলে। ছাত্রলিগের প্রতি এই বর্বরতার জন্য তার কোন ক্ষোভ নেই, বরং ক্ষোভ তার সহকারী প্রক্টরদের বিরুদ্ধে। 


আরো কারণ দরকার আছে ?

 আর কি কিছু বলার আছে?


1 comment:

Anonymous said...

Shameless product. He is uneducated. He must have undergone some institutional edu curriculum but has not learned any thing. Shame shame on you.