Pages

BDeshiMahathir's Blog Headline Animator

Sunday, October 6, 2013

একটি দশ পয়সার প্রশ্ন- হাসিনা না এরশাদ?

আব্দুল্লাহ্ বিন আমর বিন ‘আস (রা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন:

 “যার মধ্যে চারটি অভ্যাস বিদ্যমান সে খাঁটি মোনাফেক। আর যার মধ্যে এগুলোর একটি


অভ্যাস থাকে, তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মোনাফেকীর একটি স্বভাব থাকে। 

(১) তার কাছে আমানত রাখা হলে সে তার খেয়ানত করে 

 

(২) কথা বললে মিথ্যা বলে

 

(৩) চুক্তি করলে বিশ্বাসঘাতকতা করে এবং

 

(৪) ঝগড়া করলে অশ্লীল ভাষায় গালাগালি করে।

 
 
 

-”বুখারী: ৩৪,মুসলিম: ৫৮

 

 

 প্রশ্ন হচ্ছে, মোনাফেকের লক্ষন গুলি কার মধ্যে বেশী স্পষ্ট?

 

১। হাসিনা

 

২। এরশাদ

 

৩। খালেদা

 

 অন্য কেউ হলে তার নাম কমেন্টে যোগ করুন

 

No comments: