বলা হচ্ছে,
হাসিনার সরকারের জনপ্রিয়তা যে পর্যায়ে নেমেছে, তা স্বাধীন বাংলাদেশের অন্য কোন সরকারের জনপ্রিয়তা এত নিচে নামে নাই, এমন কি ৯০ এ এরশাদের সরকারের ও না।
দলের নেতা কর্মীদের মনোবল নাকি ভেঙ্গে পড়েছে?
কিন্তু দায়ী কে এর জন্য ?
কে আবার ? যার বা যাদের সিদান্তে দল আর সরকার চলেছে সে বা তাহারাই।
কে না জানে, গত পাঁচ বছর সরকার আর দল চলেছে শেখ হাসিনার একক সিদান্তে। তাই দল আর সরকারের এই লেজে গুবরে অবস্থার জন্য একক ভাবে ত শেখ হাসিনাই দায়ী? নাকি অণ্য কেউ?
কোন রোগ হলে যেমন রোগের কারণ দূর করাই সেই রোগ সারানোর উপায়, তেমনি যার নেত্রিত্বের কারণে আওয়ামীলিগের এই করুণ দশা, তাকে সরানোই এক মাত্র সমাধান।
যে শেখ হাসিনার নেতৃত্যবের কারণে দলের জনপ্রিয়তায় এমন ধস আর নেতা কর্মীদের মনোবলের এমন ভগ্ন দশা, সেই হাসিনার পক্ষে কি তা মেরামত করা সম্ভব? ইতিহাস তা বলে
যাই হোক, আগামী নির্বাচনে আওয়ামীলিগের পরাজয় ঠেকানুর কোন উপায় নাই। তবে বিপর্যয় ঠেকানোর
একটা উপায় আছে। তা হল শেখ হাসিনাকে নেত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া।
কিন্তু তা কি হবে?
উত্তর সবারই জানা।
হাসিনার সরকারের জনপ্রিয়তা যে পর্যায়ে নেমেছে, তা স্বাধীন বাংলাদেশের অন্য কোন সরকারের জনপ্রিয়তা এত নিচে নামে নাই, এমন কি ৯০ এ এরশাদের সরকারের ও না।
দলের নেতা কর্মীদের মনোবল নাকি ভেঙ্গে পড়েছে?
কিন্তু দায়ী কে এর জন্য ?
কে আবার ? যার বা যাদের সিদান্তে দল আর সরকার চলেছে সে বা তাহারাই।
কে না জানে, গত পাঁচ বছর সরকার আর দল চলেছে শেখ হাসিনার একক সিদান্তে। তাই দল আর সরকারের এই লেজে গুবরে অবস্থার জন্য একক ভাবে ত শেখ হাসিনাই দায়ী? নাকি অণ্য কেউ?
কোন রোগ হলে যেমন রোগের কারণ দূর করাই সেই রোগ সারানোর উপায়, তেমনি যার নেত্রিত্বের কারণে আওয়ামীলিগের এই করুণ দশা, তাকে সরানোই এক মাত্র সমাধান।
যে শেখ হাসিনার নেতৃত্যবের কারণে দলের জনপ্রিয়তায় এমন ধস আর নেতা কর্মীদের মনোবলের এমন ভগ্ন দশা, সেই হাসিনার পক্ষে কি তা মেরামত করা সম্ভব? ইতিহাস তা বলে
যাই হোক, আগামী নির্বাচনে আওয়ামীলিগের পরাজয় ঠেকানুর কোন উপায় নাই। তবে বিপর্যয় ঠেকানোর
একটা উপায় আছে। তা হল শেখ হাসিনাকে নেত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া।
কিন্তু তা কি হবে?
উত্তর সবারই জানা।
No comments:
Post a Comment