Pages

BDeshiMahathir's Blog Headline Animator

Thursday, November 21, 2013

অশান্তির বীজ অঙ্কুরেই নষ্ট করে দিতে হবে আপনাকেই, আপনারই স্বার্থে

যেন তেন প্রকারের এক দলীয় একটা নির্বাচন করে আওয়ামীলিগ গায়ের জোরে যদি পাচ বছর ক্ষমতায় থাকতেও পারে( পারার যদিও তেমন কারন ণাই), তাহলেও দেশে শান্তি আসবে না। 



পুলিশ ,র‍্যা, বিজিবির সদস্য, তাদের আত্নীয় সন্তান থেকে শুরু করে দেশের সাধারণ জনগন কেউ শান্তি স্বস্তিতে জীবন যাপন করতে পারবে না 



তাই অশান্তির বীজ এই

Thursday, November 14, 2013

প্রিয় দেশবাসী, ভেবে দেখুন দেশে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে ভুমিকা রাখবেন, না অশান্তি জিয়ে রাখতে ভুমিকা রাখবেন।

বাংলাদেশে শান্তি না থাকলে আমরা বাংলাদেশীরা যে  দল বা মতেই বিশ্যবাস করি না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন , আমাদের মনে শান্তি স্বস্তি থাকে না।

 সামনে যে এক দলীয় নির্বাচনের তোর জোর চলতেছে, তা ঠেকানো না গেলে দেশে দীর্ঘ দিন  অশান্তি   চলতে থাকবে।

কিন্তু  একপাক্ষিক নির্বাচনটা যদি জনগন ঠেকিয়ে দেয় , তাহলে  দেশে  আগেই শান্তি চলে আসবে। এমন কি এটা দীর্ঘ মেয়াদী শান্তি বয়ে আনতে পারে। কারণ আওয়ামীলিগের এক দলীয় নির্বাচন যদি ঠেকে যায়, তখন অন্য কোন দল আর এরকম নির্বাচন করার চিন্তাও করবে না।

তাই বাংলাদেশী যে যেখানেও থাকুক, যে দলীয় আদর্শেই বিশ্বাস করুক, দেশে শান্তির স্বার্থে এই এক  দলীয় নির্বাচন ঠেকাতে ভুমিকা রাখা উচিত।

 আপনি যদি সরকারী চাকরীজীবি হয়ে থাকেন, তাহলে  নির্বাচনী ব্যাপারে আপনার নিস্কৃয়তাই নির্বাচন ঠেকাতে  ভুমিকা রাখবে।

 আপনি যদি পুলিশ, র‍্যাব আর বিজিবি তে থাকেন, তাহলে নির্বাচন ইস্যুতে আপনার নিস্কৃয়তা নির্বাচন ঠেকাতে ভুমিকা রাখবে।

 আপনি যদি সাংবাদিক হয়ে থাকেন, তাহলে  নির্বাচন ঠেকাতে  ভাল  ভুমিকা রাখতে পারেন।

 আর সাধারণ জনগন হিসেবে আপনি  ভোট দানে বিরত থাকতে পারেন,  আপনার আত্নীয় স্বজন বন্ধু বান্ধব কে  নির্বাচনী কাজে নিস্কৃয় থাকতে  ভুমিকা রাখতে পারেন।

প্রিয় দেশবাসী  ভেবে দেখুন দেশে দ্রুত শান্তি  ফিরিয়ে আনতে ভুমিকা রাখবেন, না অশান্তি জিয়ে রাখতে ভুমিকা রাখবেন। 

Sunday, November 10, 2013

পুলিশ, র‍্যাব, বিডিয়ার, সরকারী চাকরীজীবি আর দেশবাসির প্রতি কিছু প্রশ্ন

প্রিয় পুলিশ, র‍্যাব, বিডিয়ার আর সরকারী চাকরীজীবি ভাই বোনেরা,

 

 

দেশের ৭৫% শতাংশের  বেশী মানুষ নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। তাই দলীয় সরকারের অধীনে

 

 

 

নির্বাচন অনুষ্ঠানে হাসিনাকে সহযোগীতা করে দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিচ্ছেন না ত? এক দলীয় নির্বাচনে সহায়তা করে

 

 

দেশে অশান্তি দীর্ঘায়িত করছেন না ত হে পুলিশ, র‍্যাব, বিডিয়ার  আর সরকারী চাকরী জীবি ভাইয়েরা ও বোনেরা ।

 

 

 নিজেদের শান্তি ,দেশ বাসীর শান্তি নষ্ট করছেন না ত ?





প্রিয় দেশবাসী,

দেশে এক দলীয় নির্বাচন প্রতিহতে এক্টিভ ভুমিকা না রেখে দেশে অশান্তি দীর্ঘায়িত করনে প্যাসিভ ভুমিকা রাখছেন না ত ? আওয়ামীলিগের এক দলীয় নির্বাচন ঠেকিয়ে দিলে দেশে কি আর কেউ এরকম নির্বাচন করার সাহস ত দুরের কথা, চিন্তা করবে ? হাসিনার এক দলীয় নির্বাচন ঠেকিয়ে দিলে দেশের একটা সমস্যার কি দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে যাবে না ? কোন ভুমিকা পালন করবেন ভেবে দেখুন।

 এক জন সাধারন বাংলাদেশী

Sunday, November 3, 2013

আওয়ামীলিগের এখন বিপর্যয় ঠেকানোর চিন্তা করতে হবে এবং উপায় মাত্র একটা

বলা হচ্ছে,
হাসিনার সরকারের জনপ্রিয়তা যে পর্যায়ে নেমেছে, তা স্বাধীন বাংলাদেশের অন্য কোন সরকারের জনপ্রিয়তা এত নিচে নামে নাই, এমন কি ৯০ এ এরশাদের সরকারের  ও  না।

দলের নেতা কর্মীদের মনোবল  নাকি ভেঙ্গে পড়েছে? 

 কিন্তু দায়ী কে এর জন্য ? 


 কে আবার ? যার বা যাদের সিদান্তে দল আর সরকার চলেছে সে বা তাহারাই।


কে না জানে, গত পাঁচ বছর সরকার আর দল চলেছে শেখ হাসিনার একক সিদান্তে। তাই দল আর সরকারের এই লেজে গুবরে অবস্থার জন্য একক ভাবে ত  শেখ হাসিনাই দায়ী?  নাকি অণ্য কেউ? 


কোন রোগ হলে যেমন রোগের কারণ দূর করাই সেই রোগ সারানোর উপায়, তেমনি যার নেত্রিত্বের কারণে  আওয়ামীলিগের এই  করুণ দশা, তাকে সরানোই এক মাত্র সমাধান। 

 যে শেখ হাসিনার নেতৃত্যবের কারণে দলের জনপ্রিয়তায় এমন ধস আর নেতা কর্মীদের মনোবলের এমন ভগ্ন দশা, সেই হাসিনার পক্ষে কি তা মেরামত করা সম্ভব?  ইতিহাস তা বলে 

 যাই হোক, আগামী নির্বাচনে আওয়ামীলিগের পরাজয় ঠেকানুর কোন উপায় নাই। তবে বিপর্যয় ঠেকানোর

Saturday, November 2, 2013

বাকশালের অপরিহার্যতা বনাম আগামী নির্বাচনের আওয়ামীলিগের ক্ষমতায় আসার অপরিহার্যতা- ফলাফল ভিন্ন হবে কি ?

অমি রহমান পিয়ালের মত পাগল ছাগলরা শেখ মুজিবের জন্য তখনকার প্রেক্ষাপটে বাকশাল করাটা অপরিহার্য প্রমান করার চেষ্টা  করলেও করতেই পারে। 

কিন্তু শেখ মুজিবর রহমানের নির্মম হত্যাকান্ডের পর বাংলাদেশ যেমন পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যায় নাই, আওয়ামীলিগ বাংলাদেশ থেকে নাই হয় যায় নাই, তেমনি উনি বাকশাল না করলেও এসবের কিছুই হত না। বাকশাল না করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছেড়ে দিলে উনার পরিবার এরকম নির্মম হত্যাকান্ডের শিকার হতেন না, দেশের রাজনীতিতে এরকম তিক্ততা তৈরী হত না।  বাংলাদেশ এবং আওয়ামীলিগ এরকম ক্ষতিগ্রস্থ হত না।


 ঠিক একই ভাবে