Pages

BDeshiMahathir's Blog Headline Animator

Saturday, July 2, 2011

The Most Dangerous and Harmful People in Bangladesh

আওয়ামিলিগ বিএনপির মধ্যে কোন দল ভাল , তা না বলেও বলা যায় এই দুই দলের মধ্যে অনেক পার্থক্য যেমন অনেক পার্থক্য খালেদা হাসিনার মধ্যে, চেহারা, পোষাক আশাক, কথা বার্তা থেকে শুরু করে  চিন্তা চেতনা  পর্যন্ত।

তারা দুইজন যেহেতু এক না , তাদের নেতৃত্বে পরলিচালিত দল ও এক হতে পারে না।  কিন্তু কিছু লোক এই দুই দলের মধ্যে পার্থক্য খুজে পায় না। এরাই হচ্ছে দেশের  সবচেয়ে ক্ষতিকর সম্প্রদায়।

 যারা প্রধান দুই দল আওয়ামিলিগ আর বিএনপির মধ্যে কোন পার্থক্য খুজে পায় না ,এরকম কারোর মুখোমুখি হলে তার থেকে  দূরে থাকবেন। এরা  হয় বুদ্ধি বৃত্তিকভাবে অন্ধ, না হয় মতলববাজ।


 এই শ্রেনীটাই দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর ও বিপদজনক, এরা সুবিধাবাদী।

No comments: