Pages

BDeshiMahathir's Blog Headline Animator

Sunday, July 3, 2011

Past doesn't ensure future, does it?

"অতিতে কখনো আন্দোলনের মুখে আওয়ামীলিগ সরকারে পতন হয়নি।"  তাই এবারো হবে না।এটাই আওয়ামিলিগ সরকারের শীর্ষমহল ও  কট্ট্রর সমর্থকদের ধারনা।

কিন্তু অতীত(Past) কি ভবিষ্যতের(Future) নিশ্চয়তা দেয় ?  তারও আগে প্রশ্ন , আওয়ামীলিগ কয় টার্ম আর কয় বছর ক্ষমতায় ছিল তাদের ৬০ বছরের ইতিহাসে?

৯৬-২০০১ এ যেহেতু  আওয়ামীলিগ তত্তাবধায়ক সরকারেরে কাছে ক্ষমতা ছেড়ে নির্বাচন করবে, এটা জনগনের কাছে  পরিষ্কার ছিল বলে জনগন  সরকারের পত্তনের জন্য  উন্মোখ ছিল না।  কিন্তু এখন যখন জনগনের কাছে পরিষ্কার যে, হারার ডরে  ঢাকা সিটি কর্পোরশনের ইলেকশন(Election) দিচ্ছে না , আওয়ামিলিগ ভোট চুরি করে আবার ক্ষমতায় আসতে চাচ্ছে , তখন জনগন যে ঘরে চুপ করে বসে থাকবে না  তার প্রমান কিন্তু আজকের তেল গ্যাস রক্ষা কমিটির  হরতলালে প্রমান হয়েছে।  কলেজ বিশ্ববিদ্যালয়ের(University) সাধারন ছাত্ররা, যাদের কোন দলের সাথে  সংশিষ্টতা নাই , তারা মাঠে নেমে এসেছিল।

আগে কিন্তু কখনো ফেসবুক ছিল না, কেউ  প্রশ্নও তোলে নাই , আওয়ামিলিগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে ত কি হইয়েছে ?   এখন কিন্তু  প্রশ্ন করছে ।

 তাই অতিতে হয় নাই বলে এখন হবে না বলে যারা  নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, শস্তির ঢেকুর তোলছেন   তারা  শীঘ্রি টের পাবেন  যে সময় বদলাইছে ।
আর যখন এটা  পরিস্কার হয়ে যাবে যে, স্বাভাবিক প্রক্রিয়ায়  ১। বর্বর নারী নির্যাতঙ্কারী,২।  ভন্ড ও বিপজনকভাবে সাম্প্রদায়ীক,৩।  সরকারী কর্মকর্তাদেরকে বর্বরভাবে নির্যাতনাকারী, ৪।  চেতনার ব্যবসায়ী,  আওয়ামিলিগকে সরানোর  পথ বন্ধ , তখন যে   দুই চার জনবাজ অস্বাভাবিক প্রক্রিয়ার সরাবে না , তার যেমন নিশ্চ্য়ত্তা নাই।  আছে কি ? অতীত কি বলে ? অতীতে সরিয়েছে বলে ভবিষ্যতেও সরাবে , তারও নিশ্চয়তা নাই।

 অনিশ্চয়তার(Uncertainity) দোলাচলে দেশ আবার, এ আমাদের দশ বারটা ডক্টরেট ডিগ্রী ক্রয়কারী মাথা খারাপ হাসিনা আপার অনন্য কারিশমা।

No comments: