মাননীয় প্রধানমন্ত্রী,
আপনার খুব দুঃখ, আপনি ফজর পড়ে দিন শুরু
করেন, নিয়মিত কুরান পড়েন।
তার পরেও আপনার দলকে ইসলামের হেফাযত কারী
মনে করে না দেশের জনগনের বিরাট এক অংশ । মনে করে নাস্তিকের দল।
অন্য দিকে আপনার প্রতিদন্ধী খালেদা জিয়া
দুপুর ১২টায় দিন শুরু করেও ইসলামের হেফাযত কারী হিসেবে জনগনের কাছে গ্রহন যোগ্য
বলে আপনি মনে করছেন। হ্যা, ইউনিট ত ফজর পড়ে, কুরান পড়ে আবার ঘুমাতে পারেন। অনেকেই এরকম করে। কিন্তু আপনি আর এরকম চিন্তা করার মত ক্ষমতা রাখেন না।
সভা
সমিতিতে আপনার কথা বার্তা থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যে খবর পাই, তা থেকে
আমরা এরকমই জানতে পারি।
কিন্তু আপনি কি ভাবে দেখেছেন , কেন আপনাকে,
আপনার দলকে ধর্ম পন্থী মানুষ, পছন্দ করে
না।
করে না,কারণ -
১। মোনাফেকের যে চারটি লক্ষন আছে তা আপনার
কথা আর কাজে মধ্যে দেখা যায়
২। আপনারা জোট করেছেন ধর্ম বিদ্বেষী বাম আর নাস্তিকদের সাথে । বন্ধু দেখে মানুষ
চেনা যায়। বাম আর নাস্তিকদের বন্ধু যারা তাদের কে ধর্মভীরু জনগন কোন চোখে দেখবে,
আপনিই বলেন?
বিএনপি ৭১ এর সময় স্বাধীনিতার বিরোধীতাকারী
জামাতের সাথে জোট করেছে বলে আপনি বিএনপি স্বাধীনতার বিরোধী শক্তি বলে গন্য করেন।
বাম আর নাস্তিকদের সাথে জোট করার কারনে জনগন আপনাকে কি ভুল চোখে দেখছে?
পয়েন্টগুলি ভেবে দেখবেন আশাকরি
ইতি
বাংলাদেশের একজন সাধারণ নাগরিক
ভবিষত কিং মেকার
1 comment:
http://www.youtube.com/watch?v=NuaLTG19x8E&list=PL5kKopDhLm2DFl6BvU1mTRl8TsHaPXKim&shuffle=1299
Post a Comment