Pages

BDeshiMahathir's Blog Headline Animator

Sunday, October 13, 2013

ওবায়দুল কাদের সাহেব, আমরা দেখার অপেক্ষায় আছি

জনাব ওবায়দুল কাদের সাহেব,




আওয়ামীলিগের নেতাদের মধ্যে আমরা আপনাকে  একটু মান সম্মত মনে করি।





আপনি একটু উন্নত মানের যদিও  অত না যত না আওয়ামীলিগের লোকজন মনে করে।




 আপনি বলার চেষ্টা করেছেন যে, আপনারা এক দলীয় ইলেকশন করবেন না।




 কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে মনে হচ্ছে, আপনাদের দল এক দলীয় নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে।

 প্রশ্ন হচ্ছে,
আপনি কি ঠেকাতে চেষ্টা করছেন ?আওয়ামীলিগ কে এক দলীয় নির্বাচন করে  জাতীয় পার্টি আর বিএনপি'র লেভেলে নামা থেকে ঠেকাতে পারবেন???



 তার চেয়েও বড় প্রশ্ন, আপনি কি এরকম এক দলীয় নির্বাচনে অংশ গ্রহণ করবেন ???????????
 

No comments: